বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় দেশের শীর্ষস্থানীয় দুই পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় যে সহিংসতা হয়েছে, তা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মনে করে বিএনপি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া দায়ী। তিনি বলেন, এগুলো করে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।
অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপকৌশল কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিএনপি’র