আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষাকে বের করে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত 'আগ্রাসন বিরোধী' শীর্ষক কর্মসূচিতে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড পেলেও সার্বভৌমত্ব পাইনি। ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের রাজনীতি এখনও চলছে। তবে বিভাজনের রাজনীতির সুরাহা হবে এমনটা ভেবেছিলাম।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের নামে বা ইসলামের নামে রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধ আমার, ইসলামও আমার। এই দুটি বিষয়কে মুখোমুখি করা যাবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বানচালের চেষ্টা চালানো হচ্ছে। তবে যতই চেষ্টা হোক, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। হাদিকে গুলি করে আমাদের ভয় দেখানোর চেষ্টা সফল হবে না। হাদির লড়াইকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এ সময় নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।