Image description

বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলটি আরও চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সাবানা বেগম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার হোসেন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলছুম বানু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্ভুক্ত ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদশাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এর আগে বিএনপি আরও কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল।