চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি খুনের মামলায় জামিন পেয়েছেন। তাঁর জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মঙ্গলবার নতুন করে তিন মামলায় জামিন পাওয়ার তথ্য সামনে আসে। এর আগে হাইকোর্ট থেকে চার মামলায় জামিন পাওয়ার কাগজ কারাগারে পৌঁছলে নথিতে তা কার্যকর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ বলেন, এ নিয়ে সাতটি খুনের মামলায় জামিন হয়েছে। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, নতুন করে জামিন পাওয়া তিনটি খুনের মামলা হলো নগরের চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা ও ফজলে রাব্বী হত্যা মামলা।
আসামি সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, কারাবন্দি সাজ্জাদের বিরুদ্ধে অনেক মামলা থাকায় হাইকোর্টে জামিন পেলেও এসব জামিননামা কারাগারে পাঠানো হচ্ছে ধীরে।
গত ১৪ নভেম্বর ছোট সাজ্জাদকে রাজশাহী ও তাঁর স্ত্রী তামান্না শারমীনকে ১৮ নভেম্বর ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়। এখন তারা সেখানেই অবস্থান করছেন।