বাংলাদেশের প্রতিটি মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে রাজনীতি জড়িত বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক, হাতিয়া ৬ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী- আব্দুল হান্নান মাসুদ হান্নান মাসউদ।
সোমবার (১৫ডিসেম্বর) দুপুরে হাতিয়ার প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আহমদুল্লাহ ট্রাষ্টের হল রুম মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সমাজ বিজ্ঞানে বলে- মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক প্রাণী, একটা শিশু যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই সে রাজনৈতিক হয়ে যায়। এমনকি এক ফোটা পানির মূল্য কত তাও ঠিক করে দেয় রাজনৈতিকবিদরা।বাতাসে যে অক্সিজেন হয় সেই অক্সিজেন কি বিশুদ্ধ হবে নাকি দূষিত হবে তাও ঠিক করে দেয় রাজনৈতিকবিদরা। এইভাবেই অবাক করা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলার ৬আসনে নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, কুদরত উল্লাহ মুন্সি বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন মুন্সি,মাষ্টার মোঃ কেফায়েত উল্লাহ্, বিশিষ্ট সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, আহমদুল্লাহ ট্রাষ্টের হেফজো বিভাগের প্রধান মাওঃ আতাউল্লাহ নূরী, মোঃ নাহিদ উদ্দিনসহ নাগরিক পার্টির নেতাকর্মীরাসহ আরও অনেকে।