ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনে মনোনয়নপত্র নিয়েছেন পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়পত্র সংগ্রহ করেন তিনি। এসময় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড. সুলতান মাহমুদ খান এহিয়া, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।’