জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখযোদ্ধা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে ওসমান হাদির রক্তের শপথ নেন বক্তারা।
গতকাল সোমবার বেলা ৩টায় ইনকিলাব মঞ্চের আহ্বানে শুরু হওয়া ওই সমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্মের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে এবং এর বিরুদ্ধে অবিলম্বে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতে নিরাপদ আশ্রয়ে বসে খুনি হাসিনা দেশব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের
