রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ভোট চেয়ে পোস্টার সাঁটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। তিনি নিজেকে আড়ানী পৌর বিএনপির সহসভাপতি দাবি করে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১০ ডিসেম্বর) আড়ানী বাজারে বিএনপির প্রার্থীর এক প্রচারণাসভায় এ পোস্টার দেখা যায়। তিনি আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন।
এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, ‘আমি কোনো দিন আওয়ামী লীগ করিনি।’ আড়ানী পৌর বিএনপির সহসভাপতি হলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আবু সাঈদ চাঁদের নির্দেশে আমি লিফলেট ও পোস্টারে পদ ব্যবহার করেছি। আমি বিএনপি মনোনীত প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি।
আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজ্জাম্মেল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। আহম্মেদ আলী আড়ানী পৌর বিএনপির কোনো পদে বা সদস্য নাই। তিনি নিজে পোস্টার তৈরি করে ভোট চাচ্ছেন শুনেছি। এ ছাড়া তিনি বিএনপির পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়েছেন।
আওয়ামী লীগ নেতা বিএনপির প্রচারণা সভায় থাকা ও মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা তিনি পারেন না। যদি সঠিক হয়, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। যদি এমনটা হয়, তাহলে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।