Image description
 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথমধাপের ঘোষিত প্রার্থী তালিকায় ১২৫ জনের মধ্যে ১৪ জন রয়েছেন। বুধবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। পরবর্তীতে আরও আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

 

এনসিপির প্রার্থী তালিকায় ১৪ জন নারী রয়েছেন। তারা হলেন—

 
 

১. মনিরা শারমিন (নওগাঁ-৫)

২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)

৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)

৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)

৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)

৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)

৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)

৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)

৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)

১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)

১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)

১২. অ্যাডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)

১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)

১৪. অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)