বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের ধানমন্ডির বাসভবনের সামনে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি ১ নম্বর রোডে তার বাসার সামনে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়।
ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এখান থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, গতকাল তার অফিসে বসে কয়েকজন নেতা হুমকি দিয়েছেন। সতর্কবাণী উচ্চারণ করেছেন। তার আগে বলেছিলেন, যারা পার্টির বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যুবদল নেতা নয়ন খুব অঙ্গভঙ্গি করে কথা বলেন। তিনিও (নয়ন) ঘোষণা দিয়েছেন, যারা ধানের শীষের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
নাসির উদ্দিন অসীম বলেন, বিভিন্ন জায়াগায় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আমাদের এখানে হয়নি। দলের সিদ্ধান্তের বাহিরে আমি নয়। আওয়ামী লীগ আমলে এ বাড়িতে দফাদফায় হামলা হয়েছে। এখনও যারা হামলা করছে, তারাও আওয়ামী লীগের মতো কাজ করছে।
এদিকে, বিস্ফোরণের সময় ধানমন্ডি থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনার পরে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।