বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মের ট্যাবলেট বিক্রির নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে। তারা ইহকালে বসে ভোটের বিনিময়ে পরকালের টিকিট দিচ্ছে অথচ পরকালে কি করতে হবে সেটা নিয়ে কিছু বলে না।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপি'র উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণার আগে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সময় সালাহউদ্দিন বলেন, বিএনপির বরাবরই জনগণের দল। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির আদর্শ। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা ৩১ দফা ঘোষণার মধ্যে দিয়ে বিএনপি জাতির সামনে তুলে ধরেছে। এখন সময় এসেছে বিএনপি জনগণকে কি দিতে চায়, তা নিয়ে মানুষের দরজায় যাওয়া।
তিনি বলেন, ৩১ দফা পড়তে অনেক সময় লাগবে, অনেকে হয়তো পড়বেন না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৮টি অতীব গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে লিফলেট তৈরি করা হয়েছে। আপনারা এগুলো নিয়ে মানুষের কাছে যাবেন ও তাদেরকে বলবেন, কৃষকের জন্য ফারমার্স কার্ড আছে। এই কার্ড থাকলে আপনি কৃষি ঋণ পাবেন, সার বীজ কীটনাশক সহায়তা পাবেন। বিএনপি আপনাদের জন্য স্বাস্থ্য কার্ড চালু করবে। এই কার্ড থাকলে আপনি বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। নারীদের জন্যও রয়েছে ফ্যামিলি কার্ড।
সালাউদ্দিন বলেন, মানুষকে বোঝাতে হবে বিএনপি ও গণতন্ত্র এক সূত্রে গাথা। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় বসে শেখ মুজিবের বাকশাল তন্ত্র হটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। স্বাধীন বিচারবিভাগ গঠন করেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন।
১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। সুতরাং দেশের যত কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠা সব বিএনপির হাত ধরেই।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রের মোকাবেলা ও সৃজনশীলতা নিয়ে আরো বেশি সোচ্চার হতে হবে বলেও জানান তিনি।
শীর্ষনিউজ