সৌদি-আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে মো. আলাউদ্দিন(৩০) নামে এক রেমিটেন্সযোদ্ধা মারা গেছেন। আলাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাস ফেরত আবুল কালামের ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আশিক হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদিআরব যান মো. আলাউদ্দিন। সেখানে একটি বেকারিতে চাকরি করতেন। গত ২৭ নভেম্বর ভোরে কর্মস্থলে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় রাত আটটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, এক সন্তান ও স্ত্রী রেখে যান।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী আশিক হোসাইন বলেন, বেকারিতে আগুনে দগ্ধ হয়ে আলাউদ্দিন মারা গেছেন। ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রুততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।