আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে জামায়াতে ইসলামী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অগ্রগাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির আমির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন দিয়ে কাউকে বদলানো সম্ভব নয়।
শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জামায়াতপন্থী সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরামের আয়োজনের জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নার্সদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আপনাদের কাজটাকে ইবাদত হিসেবে নিন। জাতি যেন বুঝতে পারে, এরাই আমাদের প্রিয়জন, এরাই আমাদের আপনজন। সকল ধর্ম মানুষকে সেবা দিতে বলে। যে ধর্ম মানুষকে কষ্ট দিতে শেখায়, তা ধর্ম নয়।
নার্সদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে পার্থক্য তুলে দিতে পারলে, সরকারি চাকরির জন্য কেউ ১০-১২ বছর অপেক্ষার প্রয়োজন থাকবে না। তাই বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা হবে, জামায়াত জনগণের দায়িত্ব পেলে।
এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।