Image description

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৃহৎ কোনো অঘটন বা সংকট সৃষ্টি না হলে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে রিজভী বলেন, তারেক রহমান এ দেশের গণমানুষের নেতা। তার মায়ের গুরুতর অসুস্থতা ও অন্যান্য বিষয় বিবেচনায় তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই দিনে স্থানীয় একটি মাদ্রাসায় সদকা-এ-জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে দুস্থদের মধ্যে মাংস বিতরণ করা হয়।