Image description

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনমত বিশ্লেষণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পরিচালিত ‘বাংলাদেশের জাতীয় জরিপ’-এ সবচেয়ে অপছন্দের দল হিসেবে শীর্ষে নাম উঠে এসেছে আওয়ামী লীগের। জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা আওয়ামী লীগকে ‘খুবই অপছন্দ’ করেন। অপছন্দের তালিকায় এরপরই রয়েছে জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বিএনপি। 

সোমবার (১ ডিসেম্বর) আইআরআই তাদের ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করে। রাঙামাটি বাদে দেশের ৬৩ জেলায় ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন মোট ৪ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৪১০ এবং নারী ২ হাজার ৫৭৫ জন।দ

জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল- দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে (৯টির নাম উল্লেখ করে) কোনটিকে আপনি পছন্দ ও অপছন্দ করেন। উত্তরে ৪০% অংশগ্রহণকারী মতামত দিয়েছেন তারা আওয়ামী লীগকে খুবই অপছন্দ করেন। আর ১১% অংশগ্রহণকারী দলটিকে খুবই পছন্দ করেন। আওয়ামী লীগের পর দ্বিতীয় সর্বোচ্চ অপছন্দের দল হিসেবে উঠে আসে জাতীয় পার্টি। ৩৪ শতাংশ অংশগ্রহণকারী দলটিকে খুবই অপছন্দ করেন। এছাড়া গণসংহতি আন্দোলনকে ২৩% ও গণঅধিকার পরিষদকে ২২% খুবই অপছন্দ করেন। 

দল হিসেবে বিএনপিকে খুবই অপছন্দের তালিকায় রেখেছেন ২২% আর জামায়াতে ইসলামীকে রেখেছেন ১৭% অংশগ্রহণকারী। অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ২২%, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯% ও আমার বাংলাদেশকে ২১% অংশগ্রহণকারী দল হিসেবে খুবই অপছন্দ করেন। 

তবে দল হিসেবে খুবই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। জরিপের ২৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে খুবই পছন্দ করেন। তালিকায় এর পর পই রয়েছে জামায়াত (২০%)। দল হিসেবে আওয়ামী লীগকে খুবই পছন্দ করেন ১১ শতাংশ আর জাতীয় পার্টিকে খুবই পছন্দ করেন ৪ শতাংশ। অন্য দলগুলোর মধ্যে আমার বাংলাদেশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদকে খুবই পছন্দকারী ১ শতাংশ করে।