Image description

পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাজিব হাওলাদারকে (২২) ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কাঁচের বোতল ও ইট দিয়ে মাথা থেঁতলে এবং ইলেকট্রিক শক দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জিএম ওলি ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নতুনবাজারের জমজম রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় রাজিবকে দুমকি হাসপাতাল হয়ে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিব বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার ভাতিজাকে সঙ্গে নিয়ে জমজম রেস্টুরেন্টে গ্রিল খেতে যান।

ভাতিজাকে অটো থেকে নামিয়ে খাবারের অর্ডার দেওয়ার পর হঠাৎ ওলি ও তার সঙ্গে থাকা আরও চার–পাঁচজন দোকানের ভেতরে ঢুকে রাজিবকে লক্ষ্য করে ইট ও কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে।

হামলাকারীরা পরপর বৈদ্যুতিক শক দিয়েও তাকে অচেতন করে ফেলে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেন। রাজিবের মাথায় অন্তত ১৫টি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত রাজিবের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে। তার বাবা আনোয়ার হোসেন হাওলাদার জানান, ছেলে রাজনীতি করে কিন্তু কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এমন বর্বরোচিত হামলা হওয়ার কথা নয়।

অভিযুক্ত ওলি বিষয়টি অস্বীকার করে বলেন, রাজিব আমাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ৫ আগস্টের আগে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাকে ব্যবসা করতে দেবে না এমন হুমকি দেয়। এছাড়াও আমাকে ছাত্রলীগের পোলাপান নিয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশের সহযোগিতায় তখন আমি ওখান থেকে বের হই। বৃহস্পতিবার রাজিব আমাকে দেখে ভয়ে হোটেলের ভিতর দৌড়ে পালানোর সময় ওয়ালে ধাক্কা লেগে মাথা ফেটে যায় সম্ভবত।

এছাড়া ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।