Image description

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক আলমগীর মওদুদ পাভেলের সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, অতীতের মতো এবারও সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হবে। দেশ ও জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরও বর্ণিল, আনন্দময় ও অর্থবহ করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।

 
 

বিবৃতিতে বলা হয়, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এসে পৌঁছবে।