Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, অন্য কোনো রাজনৈতিক দলের সমালোচনা করে নির্বাচনি প্রচারণা করব না। আমি মনে করি বক্তব্যতে কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না।

 

বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখা কার্যালয়ের বাবা আদম (র.) কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবু তাহের আরও বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। প্রতিবাদী ও শিক্ষিত মানুষের পেশা। সাংবাদিকরা দুর্নীতিবাজদের আতঙ্ক। অথচ রাজনৈতিক দল তাদের কাছে শুধু প্রশংসা চায়। তা না করলে কোনো শাসক রাজনৈতিক দল তাদের সহ্য করতে পারে না। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করুক।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, নায়েবে আমির তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল জব্বার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমুখ।