Image description

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অংশ রাজধানীর দুই কলেজ নিয়ে সতর্কবাণী দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ দুই প্রতিষ্ঠান ফ্যাকাল্টিতে রুপান্তর বা নাম পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। কলেজ দুটি হলো কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, ‘ঐতিহাসিক সোহরাওয়ার্দী কলেজ এবং ঐতিহাসিক কবি নজরুল কলেজ নতুন কোনো প্রতিষ্ঠানের অধীনে একটি ফ্যাকাল্টি হিসাবে রূপান্তরিত করা যাবে না। কলেজের নাম পরিবর্তন করা যাবে না। এটি যারা করতে চাইবে, তাদেরকে অগ্রিম সতর্কবাণী দিচ্ছি।’