Image description

‘শেখ হাসিনার বিচার মানেন না ফজলুর রহমান’ এমন মন্তব্যের জেরে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। আজ বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। 

প্রসিকিউটর গাজি এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে দিন ধার্য করা হয়েছে।

এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ওই টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করা ফজলুর রহমানের কথাগুলো বাজিয়ে শোনানো হয়। পরে অবশিষ্ট শুনানির জন্য নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

পরে এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার একটি অভিযোগ এনেছি। তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না বলে মন্তব্য করেছেন, যা শুরু থেকেই বলে আসছেন বলে জানিয়েছেন ওই টকশোতে। 

তিনি আরও বলেন, এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না এমন কথাও বলেছেন। একইসঙ্গে বর্তমান ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ অবজ্ঞা ও অবহেলা করেছেন। এছাড়া প্রসিকিউশন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার এসব কথা একটি বিচারালয়ের জন্য বা বিচারকদের প্রতি অবমাননা করে।’

এর আগে গত শনিবার (২৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে ‘আমি এ বিচার মানি না’ মন্তব্য করেন।