Image description
 
 

ফরিদপুরের ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে যোগদান করেন তারা।

যোগদান করা নেতারা হলেন—ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাভলু মুন্সী, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আকরামুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার লিয়কত মোল্লা, শেখ সৈয়দ আলী, জাকু মুন্সি, মিজান মুন্সী, মজিবর মুন্সি প্রমুখ।

 

ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিএনপিতে যোগদান নিয়ে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, শহীদুল হক মিরু মুন্সির বিষয়ে বিগত ১৭ বছরে মানুষের সঙ্গে অন্যায় জুলুম-নির্যাতন অথবা কোনো ফ্যাসিবাদের কথা শুনলে এ মুহূর্তে তাকে দলে গ্রহণ করতাম না।

 

তিনি আরও বলেন, অনেক মানুষ আছে আওয়ামী লীগ করেন, তারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারব না। যারা অন্যায় করেছে, জুলুম-নির্যাতন করেছে মানুষের সঙ্গে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের টাকা-পয়সা চুরি করেছে, তাদের কেউ দৌড়ানি দেয় নাই। তারা এমনিতেই বর্ডার পার হয়ে পালিয়ে গেছে, কেউ কেউ আবার গর্তের মধ্যে আছে।

 

বাবুল বলেন, সেই জন্য আমি প্রশাসনের লোকদের অনুরোধ করব, দয়া করে সাধারণ মানুষের সঙ্গে জুলুম করবেন না, যারা চিহ্নিত, যারা অপরাধের সঙ্গে জড়িত, যারা অন্যায় করেছে, তাদের আপনারা গ্রেপ্তার করেন।

সাবেক এমপি নিক্সন চৌধুরীর সমালোচনা করে এ নেতা বলেন, যারা উন্নয়নের নামে ফুলঝুরির বক্তব্য দিয়েছেন, তারা শুধু উন্নয়নের কথা মুখেই বলে, কোনো উন্নয়নই করে নাই। আমরা কথা দিচ্ছি, ১৭ বছর এ মহিলা কলেজের একটি ইটও উন্নয়ন করে নাই, আমরা সরকারে আসলে মহিলা কলেজকে সরকারি করব। আমরাই এ কলেজকে প্রতিষ্ঠা করেছি এবং আমরাই সরকারি করে দেব। শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করে দিয়েছেন, ২০০৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ থেকে ৫০ বেডে উন্নীত করেছেন। আগামীতে আমরা ক্ষমতায় গেলে ১০০ সজ্জায় উন্নীত করা হবে।