Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা না বলেই পারছি না ; সেটা হচ্ছে, যে আপনাদের ( সাংবাদিকদের) তো অনেকগুলো ইউনিয়ন আছে- ডিইউজে , বিএফইউজে। আবার দুই দলের দুই ভাগ আছে, তিনভাগ। নিজেরাই তো আপনারা ( সাংবাদিকরা) দলীয় হয়ে যাচ্ছেন ।

সোমবার রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র "ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি আয়োজিত সেমিনার" মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা" অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোতে আপনার ( সাংবাদিকদের) কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো, যে আপনার গত ১৫ বছর কি হয়েছে। আমরা দেখেছি, গত ১৫ বছর নিজেরাই ( সাংবাদিকরা) উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন।

তিনি বলেন, এখানে সাংবাদিকদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে। যে আপনারা ওই জায়গাগুলো ( রাজনীতিক দলের পকেটে) থেকে নিজেরা বাইরে থাকবেন । সাহসী সাংবাদিকতা করবেন ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যম সংস্কার কমিশন করেছে। কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে তবে কোন আলোচনা হয়নি।পরবর্তীকালে যাই হোক, আশা করি, আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই ; তাহলে নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব। সেটাকে বিশ্বাস করি ।