ক্ষমতাসীন আওয়ামী লীগে ভিড়েছিলেন আমিনুল ইসলাম জাকির মোল্লা। এখন দলের সুসময়ে আওয়ামী লীগ ছেড়ে ফিরেছেন বিএনপিতে। ইউনিয়ন বিএনপির সভাপতির পদও ভাগিয়ে নিয়েছেন তিনি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। ঘটনাটি বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক জাকির মোল্লা উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর তিনি আওয়ামী লীগে যোগ দেন। একই বছরের ১৩ ডিসেম্বর বিএনপি তাকে বহিষ্কার করে। তখন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হন জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন। ২০২৪ সালের নির্বাচনে জাকির মোল্লা নৌকা প্রতীকের সক্রিয় কর্মী হয়ে কাজ করেন।
বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর জাকির মোল্লা ফের বিএনপিতে ফিরতে নানা কৌশল করেন। গত জুলাইয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তাঁকে উপজেলা বিএনপির সদস্য পদ দেওয়া হয়। ১৯ নভেম্বর চিঠির মাধ্যমে তাঁকে সভাপতি করে উদয়কাঠী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর খান ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা এই চিঠিতে স্বাক্ষর করেন।
ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘দলের চরম দুঃসময়ে সুবিধালোভী জাকির মোল্লা আওয়ামী লীগে যান। এখন তাঁকে দলে এনে পদ দিয়ে পুরস্কৃত করা হলো। আর আমরা যারা দল আঁকড়ে থেকে হামলা-মামলার শিকার হয়েছি, তারা হলাম তিরস্কৃত। ঘোষিত কমিটি গঠনতন্ত্র মেনে হয়নি।’ কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন আলমগীর হোসেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা সমকালকে বলেন, জাকির মোল্লাকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। তখন বিষয়টি বিএনপির উচ্চ মহলে জানানো হয়। সভাপতি (উপজেলা বিএনপি) শাহ আলম অনুপস্থিত থাকায় তাঁর অনুমতিতে সহসভাপতির স্বাক্ষরে জাকির মোল্লাকে সভাপতি করে উদয়কাঠীতে নতুন কমিটি দেওয়া হয়েছে।
তবে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
জাকির মোল্লা দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক তাঁর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তিনি কলেজ অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করেন। তাদের মধ্যে তিনিও ছিলেন। তবে তিনি আওয়ামী লীগের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হননি। দল সবকিছু জানে বিধায় তাঁকে আবার বিএনপির সভাপতি করেছে।