পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির দুই পক্ষের কথার লড়াই জমে উঠেছে। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন; যাকে বহিরাগত দাবি করে মনোনয়ন বাতিল করে স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবি জানিয়েছেন বিএনপির অন্য একটি পক্ষ।
জবাবে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'কেন্দ্রীয় নেতা হিসেবে দেশনায়ক তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি পাবনারই সন্তান, আমি ও আমার পরিবার এখানকার ভোটার হয়েছি। ফলে বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না। যারা বলছেন তারা ভুল বলছেন। আশা করি তারা অবিলম্বে তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসবে। তারা যদি দলকে ভালবাসেন অবশ্যই তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে এসে ধানের শীষের বিজয়ে কাজ করবেন।'
শনিবার সন্ধ্যায় গণমিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে গত শুক্রবার কৃষকদলের এই কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও পথসভা করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
পথসভায় হাসাদুল ইসলাম হীরা কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বহিরাগত আখ্যা দিয়ে বলেন, 'কৃষিবিদ তুহিন সাহেব চাটমোহরে একটি প্রগ্রাম আহবান করেছেন। যেখানে কেন্দ্রীয় কৃষক দল থেকে সারা দেশে কৃষক দলের নেতাদের চিঠি দিয়ে ডাক দেওয়া হয়েছে পাবনা-৩ এর জন্য। সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে যদি পাবনা-৩ এ তার জন্য ভোট করতে হয় তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। পাবনা-৩ এ ভোট করতে হলে পাবনা-৩ এর মানুষকেই দরকার। বহিরাগত মানুষকে দিয়ে পাবনা-৩ আসন উদ্ধার হবে না।‘
এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল প্রচারণার অংশ হিসেবে চাটমোহর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু করেন। পরে মিছিলটি চাটমোহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন।
গণমিছিলে ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
তথ্যমতে, পাবনার সন্তান হাাসন জাফির তুহিন সম্প্রতি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে নিবন্ধিত হয়েছেন। একই ঠিকানায় তার স্ত্রী নিলুফার সুলতানা এবং পুত্র মো. ইফতিসাম জাফির ইফতিও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তার স্থায়ী নিবাস সুজানগর থানায়।