Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনকি সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দুটি পৃথক মেডিক্যাল ক্যাম্পে শত শত নারী-পুরুষ এবং শিশু-কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী গ্রহণ করেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে তার সংসদীয় আসনের বায়েজিদ কাঁঠাল বাগানস্থ আজম নগরে ও হাটহাজারীর পৌর সদরে মীরের হাটে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে যে নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারেক রহমানের ভিশনারী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে। 
আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প কোন নেতৃত্ব নেই। 

এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, সেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।