Image description
 

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে মিলে গোপনে নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব অনুযায়ী, মস্কোর কাছে ভূমি ছেড়ে দেওয়ার মতো কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে ইউক্রেন। শান্তি প্রস্তাবে ইউক্রেনকে রাশিয়ার কাছে তার পূর্বাঞ্চলীয় দনবাস এলাকা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য শর্তের মধ্যে নির্দিষ্ট কয়েক ধরনের অস্ত্র ত্যাগ এবং সামরিক বাহিনীর আকার ৫০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাবও করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। খবর আরটির।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যেকোনো শান্তি প্রস্তাব বাস্তবায়নের আগে অবশ্যই ইউরোপ ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে হবে। সিএনবিসির প্রতিবেদন মতে, মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। সেখানে তারা ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে জানানো হয়, ওয়াশিংটন ও মস্কো সম্প্রতি একটি গোপন বৈঠক করেছে।

 

কিয়েভের অংশগ্রহণ ছাড়াই ওই বৈঠকে ২৮ দফার নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করা হয়। এ খবরের একদিন পর বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছেছেন। সিএনবিসির প্রতিবেদন মতে, ২৮ দফা পরিকল্পনার খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। এরপর নামবিহীন সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্সের মতো অন্যান্য সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। টেলিগ্রাফের এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন আইনি মালিকানা বজায় রাখলেও দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া, সেক্ষেত্রে মস্কো জমির ভাড়া দেবে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত এই শান্তি প্রস্তাব এরই মধ্যে কিয়েভে পৌঁছেছে। খুব সম্ভবত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নিতে হবে, তাকে তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। রাশিয়া নতুন কোনো শান্তি পরিকল্পনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে হোয়াইট হাউসও ২৮ দফা শান্তি পরিকল্পনার অস্তিত্ব নিশ্চিত করেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, নতুন প্রস্তাব নিয়ে কাজ চলছে। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন শান্তি পরিকল্পনা নিয়ে জল্পনার মধ্যে ইউরোপীয় নেতারা জোরালোভাবেই বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের যেকোনো পরিকল্পনার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন উভয়ের সমর্থন প্রয়োজন হবে।

 

বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের সময় ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস সাংবাদিকদের বলেন, ইউরোপীয়রা সর্বদা দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি সমর্থন করে এবং আমরা এটি অর্জনের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। এদিকে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলের আবাসিক এলকায় এক রাতে নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও ৭৭ জন। নিহতদের মধ্যে ৩ জন এবং আহতদের মধ্যে ১৫ জন শিশু আছে। গত মঙ্গলবার রাতে তেরনোপিলে হামলা চালায় রুশ বাহিনী। এই শহরটি পোল্যান্ডের সীমান্তবর্তী। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।