সারাদেশে জ্বালাপোড়াও চালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি তুলেছেন আলী আহমাদ মাবরুর। তিনি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাবরুর লেখেন, ‘গান পাউডার, ককটেল বিস্ফোরণ ও আগুন সন্ত্রাসের মত কাজে যুক্ত হওয়ায় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি ছিল সরকারের। সে কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর তেমন নাশকতা করতে পারেনি। তবুও সারাদেশে ও রাজধানীতে কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুণ সন্ত্রাস চালিয়েছিল আ.লীগ সমর্থকরা।