দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত আরও ৫৫ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত অনুসারে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
ফিরে পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—পিরোজপুর, বরগুনা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, গাজীপুর, সিলেট, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষকদল এবং শ্রমিকদলের সাবেক পদধারীরা।
বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়াদের মধ্যে রয়েছেন—জিয়ানগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. শাফী খান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মাহবুবুর রহমান বাচ্চুসহ আরও অনেকে।
এছাড়া মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদার বিরুদ্ধে জারি করা সব পর্যায়ের পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, পুনর্বহালের এ সিদ্ধান্ত চলমান সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।