বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড় থেকে জনতার হাতে আটক এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারের কাছ থেকে পাওয়া অস্ত্রটি ব্যালিস্টিক রিপোর্টের জন্য পাঠিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাজহাট মেট্রোপলিটন পুলিশ অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে তাজহাট আমলি আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেমঘটিত পূর্বশত্রুতার জেরে গত সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে দুই স্কুলছাত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে করে সেখানে যান।
কথা-কাটাকাটির এক পর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে আরাফ গণি অর্থ নামে এক স্কুল ছাত্রের মাথায় ঠেকিয়ে ধরেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তুষার ও রাগীবকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যা। স্থানীয় লোকজন ওই দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, অস্ত্রটি অবিকল ফায়ারিং অস্ত্রের মতো দেখতে। কিন্তু গুলি রাখার জায়গা নেই। তাই শতভাগ নিশ্চিত হতে এক্সপার্ট ওপেনিয়ন ও ব্যালিস্টিক রিপোর্ট প্রয়োজন।
তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রটি আসল না নকল তা পরীক্ষার জন্য আমরা আদালতের অনুমতি পেয়েছি।
তিনি আরো বলেন, ‘আরাফ গণি অর্থকে মারধর, গালাগালি ও হত্যাচেষ্টার ঘটনায় তার বাবা আসাদুজ্জামানের করা মামলায় গত মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে তুললে আদালত তাদের কারাহারে পাঠানোর নির্দেশ অভিযুক্ত দুই এনসিপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’
শীর্ষনিউজ