Image description

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরের ‘মেজর অ্যালাই’ বা গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এর ফলে দেশটি উন্নত আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে অগ্রাধিকারের সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য এখনও বৈধ হয়নি। নন-ন্যাটো মেজর অ্যালাই হওয়ায় সৌদি আরব মার্কিন সামরিক প্রশিক্ষণ, গবেষণা, যৌথ প্রযুক্তি উন্নয়ন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ নানা ক্ষেত্রে সুবিধা পাবেন। এছাড়া লজিস্টিক সহায়তা ও সামরিক তহবিল গ্রহণও সহজ হবে।

 

সাবেক মার্কিন কর্মকর্তা আমোস হোচস্টেইন উল্লেখ করেছেন, উপসাগরের বৃহত্তম দেশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাবেক উপসহকারী প্রতিরক্ষাসচিব মাইক মিলরয়ও বলেছেন, নন-ন্যাটো গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে সৌদি আরবকে স্বীকৃতি দেওয়া এবং পারমাণবিক ও কৌশলগত সহযোগিতা এই দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

দুই দিনের সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্ট্র্যাটেজিক ডিফেন্স চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু সরবরাহে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একাধিক চুক্তিতে সই করেছেন।