Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে জবির একমাত্র নারী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে বাম সংগঠনের পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নাম রোকেয়া পর্ষদ।

‎‎আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় হলের সামনে সংবাদ সম্মেলন করে রোকেয়া পর্ষদ প্যানেল ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করলেও পরবর্তীতে বাকি থাকা পদগুলো পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

‎প্যানেলে সহ সভাপতি (ভিপি) পদে রয়েছেন খাদিজা তুল কুবরা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০২০-২০২১  ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন জান্নাতুল ফেরদৌস নাদিয়া, নাট্যকলা বিভাগ ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থী।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মুনা সুলতানা(২০২২-২০২৩), সংস্কৃতি সম্পাদক পদে রেমি চাকমা, নাট্যকলা বিভাগ (২০২২-২০২৩), স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাছাইং মারমা,মাকের্টিং বিভাগ+ ২০২২-২০২৩)।

প্যানেলের ভিপি পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বলেন, আমাদের হলে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ও মেডিকেল সেন্টার নেই, বিনোদনের পর্যাপ্ত ব্যাবস্থা নেই , পর্যাপ্ত ভ্যানডিং মেশিনের ব্যাবস্থা করা।এই বিষয় গুলো সহ শিক্ষার্থীদের আরো যেসব দাবি রয়েছে তার প্রেক্ষিতে আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।