Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। এসব পোস্টে বলা হচ্ছে, দলটির আগের ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে জামায়াত বলছে ভিন্ন কথা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ কবির আহমদ ও ঢাকা-১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।

প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।