Image description
 

চুয়াডাঙ্গা জেলার দামুড় হুদা উপজেলার দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামে ধানের শীর্ষের মনোনীত প্রার্থীর বিলবোর্ড ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে কামারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওয়ার্ড বিএনপি'র সভাপতি আজিজুর রহমান (৫০), বিএনপি কর্মী আজাহার আলী (৪৫), মনোয়ার হোসেন (৪৪), আব্দুল গফফার শক্তি (৪৫), বাশার আলী (৪০), নুরুজ্জামান (৬০), জামাতের ইউনিট সভাপতি খাজা (৫৫), জামাত কর্মী জসিম (৩৫), সেলিম উদ্দিন (৩০) ও আহাদ আলী (৩৮)। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর বিলবোর্ডে কে বা কাহারা ছিঁড়ে ফেলে জামাত নেতা খাজার চায়ের দোকানের কাছে গর্তে ফেলে দেয়। মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীরা বিলবোর্ড ছিঁড়া অবস্থায় গর্তে পড়ে থাকতে দেখে জামাত নেতা খাজার উপর চড়া হয়।

এই ঘটনার পর বেলা ১১ টায় উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার জন্য স্থানীয় মোড়ে একত্রিত হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।

মদনা পার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন বলেন, জামাত নেতা খাজাসহ তাদের লোকজন ধানের শীষের বিলবোর্ড ছিঁড়ে ফেলে গর্তে ফেলে দেয়। এই ঘটনায় বিএনপি নেতা কর্মীরা প্রতিবাদ করলে জামাতের লোকজন তাদের উপর চড়া হয়। এরপর মীমাংসার জন্য উভয় পক্ষ কামারপাড়া মোড়ে একত্রিত হলে তারা ওয়ার্ড বিএনপি'র সভাপতি আজিজুল ইসলামসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

জামাতের চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বলেন, আমাদের লোকজন বিলবোর্ড ছিঁড়েণী। বিএনপি'র নেতাকর্মীরা অন্যায় ভাবে আমাদের নেতা খাজাকে মঙ্গলবার সকালে মারপিট করে। এরপর মীমাংসার জন্য ডেকে নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে খাজাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।

শীর্ষনিউজ