বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ' বিসমিল্লাহির রহমানির রহিম' সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে।
তিনি আফসোস করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা সংযোজন করেছিলেন—মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস—সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে (অনুচ্ছেদ আট এর মধ্যে) ছিল, সেটা তুলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করবো।
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রবর্তিত সংবিধানের মূলনীতিগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে 'মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' পুনর্বহাল করা হবে।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার আহ্বান নিয়ে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, এই আয়োজনে অংশ নিতে দেশ এবং বিদেশের অনেক প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদ ঢাকায় এসে পৌঁছেছেন।