জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই না করাই ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়রপারর্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদরীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।তিনি বলেন,আগামী ২৬সালের ফেব্রুয়ারীর নির্বাচনে ক্ষমতায় জামায়াত আসুক আর বিএনপি আসুন চিন্তার কিছু নেই মন্তব্য করে তিনি।
ফারুক আরো বলেন, ‘এককালের বন্ধু ছিলাম তো এখন একটু বিভাজন হয়ে গেছে। ভোটের লড়াই করি, যুদ্ধ করি ভোটে। এক বাড়িতে ২০ বার যাই কিন্তু ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা যেন নষ্ট না হয়। কারণ কয়েদিন পর আবার দেখা হবে সবার এক সঙ্গে।’
শনিবার দুপুরে নোয়াখালীতে সেনবাগ উপজেলা৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সেএ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে রোগীদের জন্য স্থাপির পানির ওয়াটার কুলার উদ্বোধন, হুইল চেয়ার ও প্রবাস ফেরত অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বিগত সরকারের আমলে সেনবাগ সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ফারুক বলেন, ‘১৬ বছর ক্ষমতা আকড়ে ছিলেন, এই হাসপাতালটার এ অবস্থা কেন, আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই হাসপাতাল বহুতল ভবনে হবে বলে প্রতিশ্রুতি দেন।
শনিবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর সামনে সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, নোয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্যা, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা মো. ইয়াছিন মিয়াজী, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিনুল ইসলাম বাদশা, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মো. শহিদ উল্যা মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, প্রবাস ফেরত ৮জন প্রবাসী পুঙ্গুদের মাজে হুইল চেয়ার ও প্রবাস ফেরত ৪০ জন অসহায়দের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ সহায়তা বিতরণ করেন। এরআগে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর রোগীদের জন্য বিশুদ্ধ পানির ওয়াটার কুলার উদ্বোধন করা হয়।