সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থনে সরকার গঠন করতে পারলে দুঃখ–দুর্দশাগ্রস্ত শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপির অঙ্গীকার রয়েছে। শ্রমজীবী মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “গণপরিবহন খাতকে আধুনিক, নিরাপদ ও দক্ষ করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা এবং আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবহন শ্রমিকদের জন্য একটি সমন্বিত শ্রমিক কল্যাণ নীতি বাস্তবায়ন করা হবে। দুর্ঘটনা নিয়ন্ত্রণ, লাইসেন্সিং, প্রশিক্ষণ এবং শ্রমিক–মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে গড়ে তোলা হবে টেকসই পরিবহন ব্যবস্থা।”
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর অন্তর্ভুক্ত সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন পরিদর্শনকালে শ্রমিকদের আয়োজিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে তাঁর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জননেতা কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি বিশ্বাস করে—দেশের অর্থনীতির দুয়ার খোলা রাখেন শ্রমিকরা। তাদের পরিশ্রমে দেশের গতি, সড়কের গতি, অর্থনীতির গতি। শ্রমিকদের উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।”
তিনি শ্রমিকদের সংগঠিত থাকা, অধিকার আদায়ে সচেষ্ট হওয়া এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ময়নুল ইসলাম, গোলাম হাফিজ লোহিত ও মাহবুব মিয়া মবুল। এছাড়া জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ–প্রচার সম্পাদক শাহিন আলম জয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহেদ মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক রায়হনুল হক, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল রহমান, মহানগরীর ৪২নং ওয়ার্ড বিএনপি নেতা রিহাদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতা এবং শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।