Image description
 
 

মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা করার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর ময়লা পানি ছুড়ে মারার ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাদির ওপর তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে। ভিডিওতে হাদি শান্তভাবে বলছেন, “ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি।”

হাদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। এই আসনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর অন্তর্ভুক্ত।