ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মল চত্বরে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম উপস্থিত ছিলেন। তিনি কর্মসূচিতে বক্তৃতা কালে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দেন।
সাদিক কায়েম বলেন, ‘রান ফর জুলাই’-এর মূল উদ্দেশ্য হলো জুলাইয়ের চেতনাকে পুনরুজ্জীবিত করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রেরণা দেওয়া। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু বিভাজন সৃষ্টি হয়েছে, তাই ছাত্র সমাজকে আবারও একত্রিত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা পরিচিত পরিবেশে খোঁজখবর নিয়েছিলেন। এসময় তিনি বলেন, সক্রিয় শিক্ষার্থী ও দলের উপস্থিতি পর্যবেক্ষণ করা তাদের লক্ষ্য ছিল।
কর্মসূচিতে শিক্ষার্থীরা জড়ো হয়ে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক নিয়ে মতবিনিময় করেন। সাদিক কায়েম মনে করান, শিক্ষার্থী সমাজের একতা ও সচেতনতা একটি শক্তিশালী শিক্ষামূলক পরিবেশ গঠনে সহায়ক।