বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক বিশিষ্ঠ চিকিৎসক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, আমাদের কোন আত্মপরিচয় ছিল না। বাঙালি হিসেবে বলতাম, পৃথিবীর বিভিন্ন স্থানে বাঙালি রয়েছে। আমাদের পরিচয় দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সবাই বাংলাদেশি, এই কথায় ভূখণ্ডের মানুষকে একই পতাকার নিচে সমবেত করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন, এজন্য বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করতে হয়নি। যারা ইসলামের কথা বলে, রোজা পূজা এক করেন, ইসলামকে নিয়ে যারা হেলাফেলা করেন তাদের বলব দয়া করে নামের আগে থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে রাজনীতি করেন। ইসলামকে দিয়ে জনগণের আবেগ কাজে লাগিয়ে ভোটের বাক্স ভারি করবেন, ইসলাম সম্পর্কে এমন নেতিবাচক ধারণা দিবেন না।
তিনি শনিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বত্তব্যে কথাগুলো বলেন।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাছানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বক্তব্য দেন।