Image description
 

মাগুরা-২ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।

 

শনিবার (৮ নভেম্বর) আসনের শালিখা উপজেলার বুনোগাতি, আড়পাড়া, গঙ্গারামপুর, পুলুম, নহাটা এবং মাগুরার বেরইল পলিতাসহ গত দুইদিনে অন্তত ১৫টি এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি। 

এদিকে এনসিপি এখন পর্যন্ত মাগুরায় জেলা কমিটি গঠন করতে পারেনি। তবে দলটিতে অন্তর্ভুক্ত হতে চাওয়া এক ঝাঁক তরুণ কর্মী নিয়ে মোয়াজ্জেম হোসেন শুক্রবার থেকে তার প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক পরিচয় দিয়ে নিজের ছবি সম্বলিত প্রচারপত্র ধরিয়ে দিয়ে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির পক্ষে ভোট চান। 

মোয়াজ্জেম হোসেন গত এক বছরে মাগুরা-২ নির্বাচনী এলাকায় বিভিন্ন বরাদ্দ এনে দেওয়ার কৃতিত্ব তুলে ধরেন। 

মোয়াজ্জেম হোসেন বলেন, মাগুরার জন্যে আমার আনা বরাদ্দ কাজের অধিকাংশই কাজ চলমান রয়েছে। তরুণ প্রজন্মের একজন হিসেবে আমাকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা করার সুযোগ পাব।

এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয়। সেই আলোচনার মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয়।