আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনা করে তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।