Image description

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুখে রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফরম নিয়ে পূরণ করে জমা দেন তিনি। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্কাউট নেটওয়ার্ক ফেসবুক পেজের এক পোস্টে অভিযোগ করা হয়েছে, এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) স্কাউট কমিটির সদ্য নির্বাচিত সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে স্কাউট কার্যক্রমও পরিচালনা করছেন। এটি সম্পূর্ণ বেআইনি। কমিটি গঠনের এক মাসও না পেরোতেই তিনি সরাসরি একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন বলে ওই অভিযোগে বলা হয়েছে।

স্কাউটের কোনো সদস্য পোষাক পরিধান অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তা সম্পূর্ণ বেআইনি। আমাদের সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি আরও বলেন, যদি কোনও সদস্য রাজনীতিতে যুক্ত হয়ে কোনো দলের পদ গ্রহণ করেন; তাহলে তাকে নিজে সিদ্ধান্ত নিয়ে সংগঠন থেকে অব্যাহতি নেওয়া উচিত।- মো. শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস

স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের এক প্রতিনিধিও দাবি করেছেন, স্নিগ্ধর গ্রুপের একাধিক নেতা ও তার অনুসারীরা ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি ও পুলিশি হয়রানির মাধ্যমে দমন করার চেষ্টা করছেন; তিনি নিজেও একাধিকবার এমন হয়রানির শিকার হয়েছেন।