জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুখে রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফরম নিয়ে পূরণ করে জমা দেন তিনি। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থান বজায় রেখে রাজনৈতিক কাজে জড়িত হওয়ায় স্কাউটসের সদস্যদের মধ্যে এটি নজিরবিহীন ও নিন্দার বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যরা।
স্কাউট নেটওয়ার্ক ফেসবুক পেজের এক পোস্টে অভিযোগ করা হয়েছে, এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) স্কাউট কমিটির সদ্য নির্বাচিত সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে স্কাউট কার্যক্রমও পরিচালনা করছেন। এটি সম্পূর্ণ বেআইনি। কমিটি গঠনের এক মাসও না পেরোতেই তিনি সরাসরি একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন বলে ওই অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে, বাংলাদেশ স্কাউটসের সংবিধান ও নিয়মবিধি লঙ্ঘন করে তিনি ‘ডিসিএনসি’ নামে একটি নতুন পদ দখল করেছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে স্কাউট সদস্যদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। যারা তার মতের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানির আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুধাবন করে স্কাউট গ্রুপের কয়েকজন নেতা সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে সহায়তা করতে নির্দেশ দেন এবং যারা সহযোগিতা না করে তাদের গ্রুপ থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছেন—এমন দাবিও উঠেছে।
স্কাউটের কোনো সদস্য পোষাক পরিধান অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তা সম্পূর্ণ বেআইনি। আমাদের সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি আরও বলেন, যদি কোনও সদস্য রাজনীতিতে যুক্ত হয়ে কোনো দলের পদ গ্রহণ করেন; তাহলে তাকে নিজে সিদ্ধান্ত নিয়ে সংগঠন থেকে অব্যাহতি নেওয়া উচিত।- মো. শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস
স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের এক প্রতিনিধিও দাবি করেছেন, স্নিগ্ধর গ্রুপের একাধিক নেতা ও তার অনুসারীরা ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি ও পুলিশি হয়রানির মাধ্যমে দমন করার চেষ্টা করছেন; তিনি নিজেও একাধিকবার এমন হয়রানির শিকার হয়েছেন।
এদিকে বিশ্ব স্কাউট সংস্থার (WOSM) নীতিমালা অনুযায়ী, বিশ্ব স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সংস্থা ‘ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট (WOSM)’–এর নির্দেশনা অনুযায়ী, স্কাউট আন্দোলন একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা কার্যক্রম। এর মূল লক্ষ্য হলো প্রতিশ্রুতি ও আইনভিত্তিক মূল্যবোধের মাধ্যমে তরুণ প্রজন্মের চরিত্র ও নাগরিকত্ববোধ গড়ে তোলা।
ডব্লিউওএসএমের নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, স্কাউট আন্দোলন ও তার সদস্য সংগঠনসমূহকে অবশ্যই রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠন থেকে স্বাধীন থাকতে হবে। কোনো দেশেই স্কাউট আন্দোলন রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত বা প্রভাবিত হতে পারে না।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্কাউটের কোনো সদস্য পোষাক পরিধান অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তা সম্পূর্ণ বেআইনি। আমাদের সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি আরও বলেন, যদি কোনও সদস্য রাজনীতিতে যুক্ত হয়ে কোনো দলের পদ গ্রহণ করেন তাহলে তাকে নিজে সিদ্ধান্ত নিয়ে সংগঠন থেকে অব্যাহতি নেওয়া উচিত।
এদিকে অভিযোগের বিষয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেন নি। অভিযোগগুলো অনুসন্ধান করে আনুষ্ঠানিক বক্তব্য সংগ্রহের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার নিজের এক ফেসবুক পোস্টে স্নিগ্ধ লিখেন, জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মানের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে সেই লক্ষ বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষন করেছি।
পোস্টে তিনি এ-ও লিখেন, এতদিন যত দায়িত্ব আমি পালন করেছি সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছি। যদি কোন অভিযোগ থাকে দয়া করে অভিযোগে সীমাবদ্ধ না রেখে প্রমানসহ উপস্থাপন করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। নতুন বাংলাদেশে সবাই মিলে এতটুকু সংস্কার তো আমরা আশাই করতে পারি।