আওয়ামী লীগের সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশ নিতে চান। “দলের উচ্চপর্যায় থেকে আমাকে ওই আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে,” যোগ করেন রেজা কিবরিয়া।
বিএনপি সূত্র জানায়, দলটি হবিগঞ্জ-১ আসনটি এখনো শূন্য রেখেছে, যা ইঙ্গিত দেয় যে রেজা কিবরিয়া সেখান থেকে মনোনয়ন পেতে পারেন। রেজা কিবরিয়া যে আসন থেকে নির্বাচন করেন সেই আসন এখন পর্যন্ত ফাঁকাও রেখেছে বিএনপি। সোমবার ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনসহ ৬৩ আসন ফাঁকা রেখেছে।
রেজা কিবরিয়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতিনিধিত্ব করে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচনের পর তিনি সাবেক ঢাবি ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন ‘গণঅধিকার পরিষদ’-এ যোগ দেন এবং সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে পরবর্তীতে দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দিলে রেজা কিবরিয়া ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যান।
ঢাকাটাইমস