Image description

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মহাজোট সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি দলটির সদস্য ফরম পূরণ করেছেন। 

জানা গেছে, তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে নির্বাচন করতে পারেন। এ আসনটিও ফাঁকা রেখেছে বিএনপি। এর আগে বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।   

বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ইতোমধ্যে আমি বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যেই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।