
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ঘোষিত ফলাফলে দেখা যায় মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়ী হয়েছে এ প্যানেল। বাকি দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ছাত্রদল সমর্থিত এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। আর সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি।
ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহীম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে এবং জিএস পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ৪,৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২,৭২৪ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট।
অন্যান্য সম্পাদক পদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক
পদে আবদুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
আর পাঁচটি সম্পাদকীয় পদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসি, সোহানুর রহমান বিজয়ী হয়েছেন।
নির্বাচিত ভিপি ও জিএসের প্রতিক্রিয়া ॥ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে।’ তিনি আরও বলেন, ‘চাকসু কতটা নেতৃত্ব তৈরি করবে বা চাকসু আমাকে কতটুকু বেনিফিশারি করবে তার চেয়ে বড় কথা হলো শিক্ষার্থীদের উপকারে আসছে কি না। আমি বলতে চাই, যদি কখনো পথ ভুলে যাই, কখনো ত্রুটি-বিচ্যুতি আপনাদের মনে হয় অবশ্যই আমাদের পরামর্শ দেবেন।’
জিএস পদে নির্বাচিত সাঈদ বিন হাবিব বলেন, ‘এই বিজয় শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা যে আমানত রেখেছে সেটির পরিপূর্ণ বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই। আমরা সেদিন বিজয় অর্জন করতে পারব যেদিন শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উচ্চতাসম্পন্ন ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলকে নিয়ে কাজ করব।’
ছাত্রদলের প্রতিক্রিয়া ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে। সেগুলো ইচ্ছেকৃতও হতে পারে আবার অনিচ্ছাকৃতও হতে পারে। তবে আমার মনে হয়েছে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। শিক্ষার্থীরা তাদের অধিকার প্রয়োগ করতে পেরেছে এতেই আমরা সন্তুষ্ট।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছেন। নির্বাচনের সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।