
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ সালের সঙ্গে ২০২৪ সালের কিছু তফাত রয়েছে। তবে চব্বিশের এই গৌরব আর বীরত্বের সাথে তুলনা করার মতো কোন ইভেন্ট নাই বলে মন্তব্য করেছেন ফ্রান্সপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক ডা. পিনাকী ভট্টাচার্য। তিনি মনে করেন, চব্বিশকে ইতিহাস আলাদাভাবে বিবেচনা করবে।
মঙ্গলবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের তুলনা করেন।
ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, ১৯৭১ এর সাথে ২০২৪ এর কয়েকটা তফাত আছে। ১৯৭১ এ আয়না ঘর ছিল না, গুম খুনের রাষ্ট্র ছিলোনা। কিন্তু কিছু জিনিস ছিল। যার জন্য বিজয় এসেছিল। ভোটের অধিকার ছিল। সভা সমাবেশের অধিকার ছিল। ১৯৭১ এ সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তির রাজনৈতিক আর কুটনৈতিক সমর্থন ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মতো সাহসী রেজিমেন্ট ছিল অস্ত্র আর ট্রেনিং নিয়ে। ইন্ডিয়ার অস্ত্র, ট্রেনিং ছিল। শরণার্থীদের আশ্রয় দেয়া ছিল। এর পরে সরাসরি ভারতীয় বাহিনী ঢুকে পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করেছিলো।
চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, ২০২৪ এ এর কিছুই ছিলনা। কোনো পরাশক্তি না, কোনো অস্ত্র ট্রেনিং না। খালি হাতে পাকিস্তানি বাহিনীর চাইতেও বর্বর, পাকিস্তানি বাহিনীর চাইতে উন্নত অস্ত্র, টেকনোলজি, সেনা সংখ্যা নিয়ে নিরস্ত্র জনতার উপরে ঝাপিয়ে পড়া খুনে বাহিনীকে পরাজিত করেছে। এই গৌরব আর বীরত্বের সাথে তুলনা করার মতো কোনো ইভেন্ট নাই।
পিনাকী বলেন, আমরা চাই বা না চাই ২০২৪ এর এই অভূতপূর্ব বীরত্বকে ইতিহাস আলাদাভাবে বিবেচনা করবে।.... একাত্তর আমাদের গৌরবের ইতিহাসের অংশ। কিন্তু ওই ইতিহাস আওয়ামী বয়ানের ইতিহাস না। ওই ইতিহাস আর বয়ান আমরা লিখবো। আর হ্যাঁ আমাদের লেখা ইতিহাসের বয়ান আগামী অর্ধ শতাব্দী রাজত্ব করবে।