Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুকে পোস্টে তিনি জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে বিরত ঘোষণা করছি কয়েকটি কারণে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাদার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত একটি পরিবারতান্ত্রিক দল; যে দলে কাউন্সিলের মাধ্যমে কখনো দলের চেয়ারম্যান নির্বাচিত হয় না। মানে তারেক রহমানের পর তাঁর মেয়ে দলের প্রধান হবেন। যে দলে গণতন্ত্র নেই সেই দল বাংলাদেশের মানুষকে কীভাবে গণতন্ত্র উপহার দিবে? একজন নেতা বা কর্মীর যোগ্যতা থাকলেও কি তিনি দলের প্রধান হতে পারবেন না? ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ম্যাক ডোনাল্ড যদি ক্ষেতমজুর থেকে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের দেশে কেন সম্ভব নয়?

মোহাম্মদ আবু সায়ীদ ফেসবুক পোস্টে বলেন, সংস্কার কার্যক্রমে বাঁধা দেওয়া এবং ডাকসু নির্বাচনে বাধা দেওয়া। ২ বারের বেশি প্রধানমন্ত্রী নয় এ বিষয় টা মেনে নিচ্ছে না বিএনপি। তাদের ভাষ্য টানা ২ বার কেউ প্রধানমন্ত্রী হয়ে ১ বার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হবে। তারা শুধু মুখেই বিশ্বাস করে অন্তরে নয়; ক্ষমতায় গেলে সব নিয়ম বন্ধ হবে। আচ্ছা একজন ব্যক্তি যদি একাধিকবার প্রধানমন্ত্রী থাকে তাহলে কি তিনি দুর্নীতি করবেন না? আমরা যখন অনশনে বসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তখন আমাদের তো কেউ সহযোগিতা করলই না বরং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি G.C. Roy Shahos আমাকে শাঁসালো আওয়ামী লীগ নিষিদ্ধ তো চায় জামাত শিবিরের পোলাপান। আওয়ামী লীগ নিষিদ্ধ কি শুধু জামায়াত বা এনসিপি চায় বিএনপি কি চায় না?

তিনি আরও বলেন, ভোলায় ছাত্রদল নেত্রী ঈপ্সিতাকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো তখন কাউকে দেখলাম না তার জন্য সহানুভূতি দেখানোর। কারণ সে ছাত্রদল থেকে পদত্যাগ করেছে। এখন কথা হলো সে একজন সাধারণ নাগরিক হিসেবে কি বিচার পাবার যোগ্য নয়? দল কি একজন কর্মীর সাথে দলীয় সম্পর্ক থাকা পর্যন্তই সম্পর্ক রাখে? চকবাজারে যখন যুবদল নেতা সোহাগকে হত্যা করা হলো তখন ছাত্রদলের নেতাকর্মীরা বললো যারা হত্যা করেছে তারা বহিষ্কৃত নেতাকর্মী। আপনাদের অপরাধীকে অপরাধী বলে শনাক্ত করতে এত সময় লাগে কেন? তারেক রহমানের নাম নিয়ে গালিগালাজ করাতে কেউ কেউ দেখে নেওয়ার হুমকি দিল; পুলিশ ভেরিফিকেশনের হুমকি দিল? তারেক রহমানের কি সমালোচনা করা যাবে না? আর সমালোচনা না করতে দিত তো আওয়ামী লীগ! 

ছাত্রদলের এই কর্মী বলেন, ছাত্রদলের রাজনীতি কি শুধু প্রোগ্রাম করার মধ্যে সীমাবদ্ধ থাকবে? অ- ছাত্র এবং বুড়াদের দিয়ে কেন ছাত্রদল চালানো লাগবে। বিএনপি এবং ছাত্রদল নিয়ে অনেক আশা ছিল সব ভেঙে খান খান হয়ে গেল। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; আমি ভাবছিলাম আপনি হয়ত ব্রিটিশ সংসদীয় গণতন্ত্র দেখে ভালো কিছু বাংলাদেশের জনগণকে উপহার দিবেন।বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং জনগণ কি আপনার কাছ থেকে কোন পরিবর্তন দেখতে পাবে চেয়ারম্যান সাহেব? আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন।