
শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাইডাঙ্গা গ্রামে এনসিপির নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ সেখানে ফাতেহা পাঠ করেন এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়াও দলটির জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের একটি হোটেলে জুলাই শহীদদের পরিবারদের সাথে মতবিনিময় করেন এনসিবির নেতৃবৃন্দ।