Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিবাদের দোসরমুক্ত করলেই বিচারবিভাগ কলঙ্কমুক্ত হবে। তিনি বলেন,  স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণকে ভোগ করতে হলে আগে উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে

আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের এসব দলীয় বিচারকরা অবৈধভাবে সাজা দিয়েছে। সেসব ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি, আমরা চাই উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন যাদের বিরুদ্ধে বদলি, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এটা যথেষ্ট নয়। তাদের অপরাধের জন্য নির্দিষ্ট করে শুধু চাকরি গেলে হবে না, অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে। তাছাড়া উচ্চ এবং নিম্ন আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই আমরা স্বাধীন বিচারব্যবস্থা করি না কেন, সেটার সুবিধা এরাই ভোগ করবে। এদের মাধ্যমে যদি বিচারব্যবস্থা কার্যকর হয়, যতই আমরা কড়া আইন করি এটার অপব্যবহার তারাই করবে এবং এখনো করছে।

বিএনপির  স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলা পর্যায়ে থেকে হাইকোর্ট পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সবাই অনায়াসেই জামিন পাচ্ছে। এসব করছে ফ্যাসিস্টদের দোসররা।  

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ব্যাপারটি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত। বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ বড় বড় অপরাধ করা আসামিদের ক্ষমা প্রদর্শন করা হয়েছে। তাই এ ক্ষমতা প্রয়োগে একটি বিধান তৈরি করে কমিশন গঠন ও নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন চায়। এ ব্যাপারে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে। জুলাই সনদের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। 

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এমন কিছু পরিবর্তন করা উচিত হবে না যেটি পরে টিকবে না।রাষ্ট্র ও জনগণের কাছে আমাদের দায় রয়েছে। আমরা এখানে যে মতামত দিচ্ছি তা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে। 

শীর্ষনিউজ